“আমির আহলে তরিকতের আহবান”


সকল গুরুবাদী, বিশ্বাসীগণ হও সাবধান। বিশ্বে ভান্ডে বর্তমান অবস্থার প্রেক্ষিতে নেতা বা নেতৃত্ব নয় নীতির পরিবর্তন আবশ্যক। এছাড়া বিকল্প কোন পন্থা নেই, তাই মহা সতর্কবানী প্রদান, শান্তি বা শাস্তি কি দরকার ?



“তওবার দরজা বন্ধ হচ্ছে বা হতে চলেছে” সাবধান !


যাহা পূর্বে সংকেত বানী হিসেবে সকল ধর্মীয় মনীষী কর্তৃক প্রকাশ যে, ইচ্ছা শক্তি শর্পথ কর, তোমার মনোনীত গুরুর নিকট সাথেই করে লও শেষ তওবা পাঠ, নইলে বন্ধ হলে তওবার দরজা পাবে নাকো, কখনও নাজাত । তাই বিশ্বের সাধু, ফকির, পাগল, বাউল এক হও, ন্যায়বান হও, সততা প্রতিষ্ঠিত করো, নিঃস্বার্থ প্রেম বিলাও সকলের তরে। ঘরে ঘরে পৌছাও মানবতার আহব্বান। জাতি ধর্ম বিবেধ ভুলে দেশ গড়েছি বহুদিন, এসো মোরা মানুষ গড়ি, নিজেও বাচো, অপরকেও বাচাও,ধর্ম কর্ম, যার যার, তার তার, কিন্তু স্বাধীন বাংলা সবার। বিশ্বের ইতিহাসের এই প্রথম বাংলার মাটিতে আগামী প্রজন্ম ও আদর্শনীতি হবে “সাধু নীতি”। দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে এইবার সারা বিশ্বব্যাপী “সাধুনিক সভ্যতা” গড়ার প্রয়াসে আগামী প্রজন্মদের সাথে নিয়ে ডিজিটাল বাংলার তরিকত পন্থী সম্প্রদায়কে সচেতন ও আত্মা শুদ্ধির লক্ষ্যে আধ্যাত্মিক আহব্বান পত্র ২০২০।